শনিবার, ৬ নভেম্বর, ২০১০

সাম্রাজ্যবাদী ও ঔপনিবেশিক শক্তিগুলোর একটা ইবলিসী পরিকল্পনা হলো দেশের আলেম সমাজকে বিচ্ছিন্ন করে ফেলা

 ইমাম খেমেনীর শেষ অসিয়ত থেকে উদ্দৃতি :-

"সাম্রাজ্যবাদী ও ঔপনিবেশিক শক্তিগুলোর একটা ইবলিসী পরিকল্পনা হলো দেশের আলেম সমাজকে বিচ্ছিন্ন করে ফেলা।..বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষক ও আলেমদের মাঝে পরস্পরের বিরুদ্ধে শত্রুতার আগুন ছড়িয়ে দেয়া যেন সবাই আভ্যন্তরীন কোন্দলে ও অন্তর্দ্বন্দে লিপ্ত হয়ে পড়ে - যাতে বৃহত শক্তিগুলোর শয়তানী চালবাজী ছাত্র-শিক্ষক ও আলেমদের নজরে না পড়ে; ... প্রকৃত মুমিন, ইসলাম অনুরাগীরা যেন সংখ্যালঘু অবস্থায় থাকে। ওরা আপ্রাণ চেষ্টা চালিয়েছে, দেশের ভবিষ্যত শিশু-কিশোর-যুবক এমনভাবে গড়ে ওঠে যেন তারা ধর্মকে তথা ইসলামকে ঘৃণা করে এবং ধর্মের সাথে জড়িত লোকজন বিশেষ করে ওলামাদের কাছ থেকে দূরে থাকে।.. তারা কলেজ-বিশ্ববিদ্যালযের ছাত্র শিক্ষকদের মধ্যে আলেমদের প্রতি অহেতুক ভয়ের সৃষ্টি করলো। আর আলেমদেরকে বিভ্রান্ত করার জন্য শয়তানরা প্রচারণা চালার যে কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষকরা অধার্মিক ও ইসলাম বিরোধী। এভাবে তারা রাষ্ট্র পরিচালনার মূলে যারা আছে তাদেরকে ইসলাম ধর্ম, আলেম সমাজ ও ধার্মিক লোকেদের বিরোধী রাখার ব্যাবস্থা পাকাপোক্ত করে।"-ইমাম খোমেনী (র.)